দেহা
বানান বিশ্লেষণ:
দ্+এ+হ্+আ
উচ্চারণ:
[d̪e.ɦəa]
[দে.হা]।
শব্দ-উৎস:
সংস্কৃত দেহ>বাংলা দেহ, দেহা (বৈষ্ণব
সাহিত্য)
রূপতাত্ত্বিক
বিশ্লেষণ: √দিহ্
(বৃদ্ধি করা) +অ
(অচ), কর্তৃবাচ্য।+আ
পদ:
বিশেষ্য।
অর্থ:
তনু, দেহ, শরীর।
উদাহরণ:
বিফল রে এ মঝু জীবন যৌবন, বিফল রে এ মঝু
দেহা [ভানুসিংহ ঠাকুরের পদাবলী
(গীতবিতান) ৩।৪]