দেকে
বানান বিশ্লেষণ:
দ্+এ+ক্+এ
উচ্চারণ: [d̪e.ke]
[দে.কে]।
শব্দ-উৎস:
সংস্কৃত
ক্রিয়ামূল
Öদৃশ্ >প্রাকৃত
Öদেক্খ>বাংলা
Öদেখ>Öদেক্।
রূপতাত্ত্বিক
বিশ্লেষণ: Öদেক্
(দেখা)+এ
পদ: ক্রিয়া (অসমাপিকা)।
অর্থ: ১. দেখে, অবলোকন করে। ২.
পরীক্ষা
করে, নির্বাচন করে, বেছে নিয়ে।
উদাহরণ:
সুন্দরি সিন্দূর দেকে
সীঁথি করহ রাঙিয়া ।[ভানুসিংহ ঠাকুরের
পদাবলী (গীতবিতান) ৫।৪]