দেখ
বানান বিশ্লেষণ:
দ্+এ+খ্+অ
উচ্চারণ: [d̪e.kʰə]
[দে.খ]।
[ə=
তীর্যক অ]
শব্দ-উৎস:
সংস্কৃত
ক্রিয়ামূল
Öদৃশ>প্রাকৃত
Öদেক্খ>বাংলা
Öদেখ।
রূপতাত্ত্বিক
বিশ্লেষণ: Öদেখ্
+অ
পদ: ক্রিয়া (বর্তমান অনুজ্ঞা)
উদাহরণ:
দেখ, লো সখি, শ্যামরায় নয়নে প্রেম উথল যায় [ভানুসিংহ ঠাকুরের পদাবলী ৮।৯]
দেখ না পাওয়ে, আঁখ ফিরাওয়ে, গাঁথে বনফুলমালা! [ভানুসিংহ ঠাকুরের পদাবলী ৯।৬]
সজনি সজনি রাধিকা লো দেখ অবহু চাহিয়া [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ৫।১]