ধেয়ান
বানান বিশ্লেষণ:
ধ্+এ+য়্+আ+ন্+অ
উচ্চারণ: [d̪ʰe.a.nə]
[ধে.আ.ন্]।
[ə=
তীর্যক অ]
শব্দ-উৎস:সংস্কৃত ধ্যান>বাংলা
ধ্যান>ধেয়ান।
পদ:
বিশেষ্য।
অর্থ:
একাগ্র চিত্তে নিবিষ্ট মননিবেশপূর্বক ভাবনা, ধ্যান।
উদাহরণ:
কত কত যুগ, সখি, পুণ্য করনু হম, দেবত করনু ধেয়ান-
[ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান)
৭।৯]