ধ্বনিছে
বানান বিশ্লেষণ:
ধ্+ব্+অ+ন্+ই+ছ্+এ
উচ্চারণ: [d̪ʰə.ni.ce]
[ধ.নি.ছে]।
[ə=
তীর্যক অ]
শব্দ-উৎস: সংস্কৃত ক্রিয়ামূল √ধ্বন্
(শব্দ)>বাংলা √ধ্বন্>ধ্বনিছে।
রূপতাত্ত্বিক
বিশ্লেষণ: √ধ্বন্
(শব্দ)+ইতেছে>ধ্বনিতেছে>ধ্বনিছে
পদ: ক্রিয়া (ঘটমান বর্তমান)
অর্থ: ধ্বনিত হচ্ছে।
উদাহরণ:
গগনে গগনে ধ্বনিছে বাঁশরি সো কি হমারই নাম
[ভানুসিংহ ঠাকুরের পদাবলী
৭।৮]