ধন্য
বানান বিশ্লেষণ:
ধ্+অ+ন্++য্+অ
উচ্চারণ: [d̪ʰən.nə]
[ধন্.ন]।
[ə=
তীর্যক অ]
শব্দ-উৎস:
সংস্কৃত ধন্য>বাংলা ধন্য
রূপতাত্ত্বিক
বিশ্লেষণ: ধন + য (যৎ)
পদ:
বিশেষ্য।
অর্থ: প্রশংসার্হ, সাধুবাদ।
ধন্য ধন্য (দ্বিরুক্ত)।
অর্থ: সাধুবাদ প্রদায়ক কথন , সপ্রশংস আশীর্বাদসূচক কথন
উদাহরণ: ধন্য ধন্য রে ভানু গাহিছে, প্রেমক নাহিক ওর । [ভানুসিংহ ঠাকুরের পদাবলী ৬, পঙ্ক্তি ১১]