দিবস
বানান বিশ্লেষণ: ্+ই+ব্+অ+স্+অ
উচ্চারণ: [i..] [দি.ব.স]।   [ə= তীর্যক অ]
শব্দ-উৎস:
সংস্কৃত দিবস>বাংলা দিবস
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: দিবস {দিব্ (দীপ্ত হওয়া) +অস (অসচ্ ), অধিকরণবাচ্য}
পদ: বিশেষ্য
অর্থ: যখন আঁধারের (রাত্রির) অবাসানে দীপ্তিময় দশার উদ্ভব হয়।
সমার্থক শব্দাবলি: দিন, দিবা, দিবস

উদাহরণ