দিবসযামিনী
বানান বিশ্লেষণ:
দ্+ই+ব্+অ+স্+য্+আ+ম্+ই+ন্+ঈ
উচ্চারণ:
[d̪i.bə.sə.ia.mi.ni]
[দি.ব.স.ইয়া,মি.নি]
[ə=
তীর্যক অ]
শব্দ-উৎস:
সংস্কৃত দিবস>বাংলা দিবস +
সংস্কৃত যামিনী>বাংলা যামিনী
রূপতাত্ত্বিক
বিশ্লেষণ:
দিবস {√দিব্
(দীপ্ত হওয়া) +অস (অসচ্ ),
অধিকরণবাচ্য}
+যামিনী {যাম {Öযা
(গমন করা) +ম
(মন্), কর্তৃবাচ্য} +ঈ
(ঙীপ্)}
দিবস ও যামিনী/দ্বন্দ্ব সমাস
পদ:
বিশেষ্য
অর্থ: দিন ও রাত্রি।
সমার্থক শব্দাবলি:
অহর্নিশি, দিবারাত্রি
উদাহরণ:
তৃষিত প্রাণ মম দিবসযামিনী শ্যামক দরশন-আশে [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান)। ১।৯]