দিন
বানান বিশ্লেষণ: দ্+ই+ন্+
উচ্চারণ: [i.nə.] [দি.]।   [ə= তীর্যক অ]
শব্দ-উৎস:
সংস্কৃত দিন>বাংলা দিন।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: দো (ছেদন করা) +ইন (ইনচ্)।
পদ: বিশেষ্য।
অর্থ: আক্ষরিক অর্থে যা রাত্রিকে ছেদন করে। বিশেষর্থে

সমার্থক শব্দাবলি: দিন, দিবস, দিবা।
উদাহরণ: হিয়ে হিয়ে অব রাখত মাধব, সো দিন আসব সখি রে [ভানুসিংহ ঠাকুরের পদাবলী ৩।১৩]