দিশি
বানান বিশ্লেষণ:
দ্+ই+শ্+ই
উচ্চারণ: [d̪i.ʃi]
[দি.ব.স]।
শব্দ-উৎস:
সংস্কৃত দিশ্>প্রাকৃত দিসি>মৈথিলি দিসি>বাংলা দিশি।
পদ: বিশেষ্য
অর্থ: দিক, দিকস্থ-অবস্থান।
উদাহরণ:
-
গহনতিমির নিশি ঝিল্লিমুখর দিশি শূন্য কদমতরুমূলে [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ৪।৫]
-
চমকি গহন নিশি, দূর দূর দিশি বাজত বাঁশি সুতানে [ভানুসিংহ ঠাকুরের পদাবলী(গীতবিতান) ৯।৯]