দহি
বানান বিশ্লেষণ: দ্+অ+হ্+
উচ্চারণ: [ə.ɦi] [দ.হি]।   [ə= তীর্যক অ]
শব্দ-উৎস: সংস্কৃত ক্রিয়ামূল Öদহ্ (দহন করা)>প্রাকৃত Öদহ্>বাংলা Öদহ্>দহি
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:  Öদহ্ (দহন করা)+ই
পদ: অসমাপিকা ক্রিয়া (বর্তমান)
অর্থ:
দগ্ধ করে, পীড়িত করে, সন্তপ্ত করে।
উদাহরণ: বিরহবিষে দহি বহি গল রয়নী   [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ৩।২]