দক্ষিণপবনবিচঞ্চল
বানান বিশ্লেষণ:
দ্+অ+ক্+ষ্+ই+ণ্+অ-প্+অ+ব্+অ+ন্+অ-ব্+ই+চ্+অ+ঞ্+চ্+অ+ল্+অ
উচ্চারণ: [d̪ək.ʃi.nə-pə.bə.nə-bi.cən.cə.lə]
[দক্.শিন্-প.ব.ন-বি.চন্.চ.ল]।
[ə=
তীর্যক অ]
শব্দ-উৎস:
সংস্কৃত দক্ষিণ>বাংলা দক্ষিণ +সংস্কৃত পবন>বাংলা পবন
+সংস্কৃত বিচঞ্চল>বাংলা বিচঞ্চল
রূপতাত্ত্বিক
বিশ্লেষণ:
দক্ষিণ {দক্ষ
{Öদক্ষ্
(শীঘ্রকরণ,
বৃদ্ধ)
+অ
(অচ্), কর্তৃবাচ্য।} +ইন (ইনন্)}
+পবন {
√পূ
(পবিত্রকরণ)
+অন্ (অনট, ল্যুট),
কর্তৃবাচ্য।}
+বিচঞ্চল {বি + চঞ্চল {√চল্
(গমন করা) +য (যঙ)-
√চঞ্চল্
(যঙ্লুক) +অ (অন), কর্তৃবাচ্য।
}}
দক্ষিণপবন দ্বারা বিচঞ্চল/তৃতীয়
তৎপুরুষ সমাস।
পদ:
বিশেষণ।
অর্থ:
দখিনা বাতাস দ্বারা আন্দোলিত।
উদাহরণ:
দক্ষিণপবনবিচঞ্চল তরুগণ, চঞ্চল যমুনাবারি
[ভানুসিংহ ঠাকুরের পদাবলী
৭।৩]