দক্ষিণপবন
দক্ষিণ {দক্ষ {Öদক্ষ্ (শীঘ্রকরণ, বৃদ্ধ) +অ (অচ্), কর্তৃবাচ্য।} +ইন (ইনন্)} +পবন { √পূ (পবিত্রকরণ) +অন্ (অনট, ল্যুট), কর্তৃবাচ্য।}
দক্ষিণের পবন/ষষ্ঠী তৎপুরুষ সমাস।
পদ: বিশেষ্য
অর্থ: দখিনা বাতাস
দক্ষিণপবনে : দক্ষিণপবন +এ। দক্ষিণপবনে
অর্থ: দখিনা বাতাসে
উদাহরণ: মুগ্ধ নিখিলমন দক্ষিণপবনে গায় রভসরসগান। [ভানুসিংহ ঠাকুরের পদাবলী ১।৮]