দমকত
বানান বিশ্লেষণ:
দ্+অ+ম্+অ+ক্+অ+ত্+অ
উচ্চারণ: [d̪ə.mə.kə.t̪ə]
[দ.ম.ক.ত]।
[ə=
তীর্যক অ]
শব্দ-উৎস:
দেশী ক্রিয়ামূল Öদমক>দমকত
রূপতাত্ত্বিক
বিশ্লেষণ: Öদমক্
(আকস্মিক প্রকাশ)+অত
পদ:
বিশেষণ
অর্থ: আকস্মিক, দমকা।
প্রচণ্ডরূপে ক্ষণকালের মধ্য প্রকাশিত হয়ে মিলিয়ে যাওয়া।
উদাহরণ:
দমকত বিদ্যুত, পথতরু লুণ্ঠত, থরথর কম্পিত দেহ। [গীতবিতান। প্রকৃতি ৩১। বর্ষা ৬।৪]