দরশন-আশ
বানান বিশ্লেষণ: দ্+অ+র্+শ্+অ+ন্+অ-আ+শ্+অ
উচ্চারণ: [ə.rə.nə.a.ʃə] [দা.রু.]।   [ə= তীর্যক অ]
শব্দ-উৎস: সংস্কৃত দর্শন>বাংলা দরশন (স্বরাগমে)+সংস্কৃত আশা>বাংলা আশা>আশ
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: দরশনের আশ/ষষ্ঠী তৎপুরুষ সমাস
পদ:
বিশেষ্য
অর্থ: দর্শনের আশ (আশা)
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: দেখারা আশা, দর্শনের আশা