দুঁহু
বানান বিশ্লেষণ:
দ্+উ+ঁ+হ্+উ
উচ্চারণ: [d̪u.ɦu]
[দুঁ.হু]।
শব্দ-উৎস:
মৈথিলি দুহু>বাংলা দুঁহু
পদ: বিশেষ্য
অর্থ: দুইজন, উভয়।
দুঁহুক (দুঁহু +ক (সম্বন্ধার্থে)
অর্থ: দুইজনের, উভয়ের।
উদাহরণ:
হরখে পুলকিত জগত-চরাচর দুঁহুক প্রেমরস ভোর
[ভানুসিংহ ঠাকুরের পদাবলী
(গীতবিতান) ৬।
১২]