দুখিনী
বানান বিশ্লেষণ: দ্+উ+খ্+ই+ন্+ঈ
উচ্চারণ: [
u.kʰi.ni] [দু.খি.নি]
শব্দ-উৎস: সংস্কৃত দুঃখিনী>প্রাকৃতি দুক্‌খিণী বাংলা দুখিনী
পদ: বিশেষণ।
অর্থ: দুঃখ দশায় আছে এমন নারী।
সমার্থক শব্দাবলি: দুঃখান্বিতা, দুঃখিনী, ব্যাথিতা।
উদাহরণ: 
বসন্তভূষণভূষিত ত্রিভুবন কহিছে, দুখিনী রাধা, [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ১।৯]