দুখ
বানান বিশ্লেষণ: দ্+উ+খ্+অ
উচ্চারণ:
[d̪u.kʰə]
[দু.খ]
[ə=
তীর্যক অ]
শব্দ-উৎস:
সংস্কৃত দুঃখ>প্রাকৃত দুক্খ> বাংলা দুখ
পদ:
বিশেষ্য।
অর্থ:
চিত্তে অস্বস্তির তীব্রতম অনুভূতির সঞ্চারে সৃষ্টি অনুভূতি বিশেষ।
সমার্থক শব্দাবলি:
দুখ, দুঃখ, মনোবেদনা।
উদাহরণ:
জর জর রিঝসে দুঃখদহন সব দূর দূর চলি গেল। [ভানুসিংহ ঠাকুরের পদাবলী ১।৬]
এ দুখ চিরদিন রহল চিত্তমে, ভানু কহে , ছি ছি কালা ! [ভানুসিংহ ঠাকুরের পদাবলী ৪, পঙ্ক্তি ১৫]
তুঝ মুখ চাহয়ি শতযুগভর দুখ ক্ষণে ভেল অবসান। [ভানুসিংহ ঠাকুরের পদাবলী ৬, পঙ্ক্তি ৯]