দুঃখদহন
বানান বিশ্লেষণ:
দ্+উ+
দুঃখ {দুস্ +Öখন্ (কষ্ট পাওয়া)+অ (ড), কর্তৃবাচ্য} + দহন {Öদহ (দহন করা) +অন্, ভাববাচ্য}
দুঃখ দ্বারা দহন/তৃতীয়া তৎপুরুষ সমাস।
পদ:
বিশেষ্য।
অর্থ:
দুঃখের দ্বারা সৃষ্ট
যে দহন (যন্ত্রণা)
সমার্থক শব্দাবলি:
দুঃখদগ্ধ, দুঃখ-জ্বালা, দুঃখযন্ত্রণা।
উদাহরণ:
জর জর রিঝসে দুঃখদহন
সব দূর দূর চলি গেল।
[ভানুসিংহ ঠাকুরের পদাবলী
(গীতবিতান) ১।৪]