দুঃখদহন
বানান বিশ্লেষণ: ্+উ+
+খ্+অ-দ্+অ+হ্+অ+ন্+অ
উচ্চারণ: [d̪u.kʰə.ə.ɦə.] [দুক্.খ.দ.হ.ন]।   [ə= তীর্যক অ]
শব্দ-উৎস: সংস্কৃত দুঃখ>বাংলা দুঃখ + সংস্কৃত দহন>বাংলা দহন।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

পদ: বিশেষ্য।
অর্থ: দুঃখের দ্বারা সৃষ্ট যে দহন (যন্ত্রণা)
সমার্থক শব্দাবলি: দুঃখদগ্ধ, দুঃখ-জ্বালা, দুঃখযন্ত্রণা।
উদাহরণ:  জর জর রিঝসে দুঃখদহন সব দূর দূর চলি গেল [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ১।৪]