দূর
বানান বিশ্লেষণ:
দ্+ঊ+র্+অ
উচ্চারণ: [d̪u.rə]
[দু.র]।
[ə=
তীর্যক অ]
শব্দ-উৎস:
সংস্কৃত দূর>বাংলা দূর।
রূপতাত্ত্বিক
বিশ্লেষণ: দূর্ +Öই (গমন করা) +র (রক), ক্রিয়ামূলের লোপ।
পদ:
বিশেষ্য।
অর্থ: নিকট থেকে স্থানান্তরে গমনের কারণে যে স্থানিক ব্যবধান তৈরি
হয়।
সমার্থক শব্দাবলি:
অন্তর, ব্যবধান।
উদাহরণ:
-
নিঠুর শ্যাম রে, কৈসন অব তুঁহ রহই দূর মথুরায়—
[ভানুসিংহ
ঠাকুরের পদাবলী (গীতবিতান) ৪।৯]
-
লেশ হাসি তুঝ দূর করল রে, বিপুল খেদ-অভিমান।
[ভানুসিংহ ঠাকুরের পদাবলী
(গীতবিতান) ৬।১০]
-
বিগলিত মরম, চরণ খলিতগতি, শরম ভরম গয়ি দূর
[ভানুসিংহ ঠাকুরের পদাবলী
(গীতবিতান)
৭।৫]
দূর দূর
-
রূপতাত্ত্বিক
বিশ্লেষণ: দ্বিরুক্ত
-
অর্থ:
অনেক দূর বা অনেক ব্যবধান অর্থে ব্যবহৃত
শব্দ।
-
উদাহরণ:
-
জর রিঝসে দুঃখদহন সব দূর দূর চলি গেল [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ১। ৪]
-
চমকি গহন নিশি, দূর দূর দিশি বাজত বাঁশি সুতানে [ভানুসিংহ ঠাকুরের পদাবলী(গীতবিতান) ৯।৯]
দুরে
-
রূপতাত্ত্বিক
বিশ্লেষণ: দুর+এ (স্থানাধিকরণে)
-
অর্থ: ব্যবধানে, যা নয় নিকটে
-
উদাহরণ:
সহসা রাধা চাহল সচকিত,
দূরে খেপল মালা
(গীতবিতান) ৯।৭]