দূর
বানান বিশ্লেষণ: ্+ঊ+
র্+অ
উচ্চারণ: [d̪u.rə] [দু.র]।   [ə= তীর্যক অ]
শব্দ-উৎস: সংস্কৃত দূর>বাংলা দূর।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: দূর্ +Öই (গমন করা) +র (রক), ক্রিয়ামূলের লোপ।
পদ: বিশেষ্য।
অর্থ: নিকট থেকে স্থানান্তরে গমনের কারণে যে স্থানিক ব্যবধান তৈরি হয়।
সমার্থক শব্দাবলি: অন্তর, ব্যবধান।
উদাহরণ:
 

দূর দূর

দুরে