এক
বানান বিশ্লেষণ: এ+ক্+অ
উচ্চারণ:
[e.kə]
[এ.ক]
[ə=
তীর্যক অ।]
শব্দ-উৎস: সংস্কৃত এক>বাংলা এক
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
√ই
(গমন করা) +ক
(কন)
পদ: বিশেষণ।
অর্থ:
একসংখ্যক, একক
উদাহরণ:
শশিকরবিহ্বল নিখিল শূন্যতল এক হরষরসরাশি। [ভানুসিংহ ঠাকুরের পদাবলী
(গীতবিতান) ৭।২]