ফেরনু
বানান বিশ্লেষণ: ্+এ+
র্+অ+ন্+উ
উচ্চারণ: [e.rə.nu] [ফে.র.নু]
শব্দ-উৎস: মৈথিলি ফির (প্রত্যাবর্তন)>বাংলা ফির্>ফের্>ফেরনু
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: ফের্ (প্রত্যবর্তন)+ অনু
পদ:
ক্রিয়া (সাধারণ অতীত)
অর্থ:
 ঘুরে বেড়ালাম
উদাহরণ:
কুঞ্জ কুঞ্জ ফেরনু সখি শ্যামচন্দ্র নাহি রে ।   [ভানুসিংহ ঠাকুরের পদাবলী ২। ১-২]