ফিরই
বানান বিশ্লেষণ: ফ্+ই+র্+অ+ই
উচ্চারণ: [
i.rə.i] [ফি.র.ই]  [ə= তীর্যক অ। অ-এর উচ্চারণ দীর্ঘ হবে]
শব্দ-উৎস: মৈথিলি ক্রিয়ামূল
ফির (প্রত্যবৃত্ত হওয়া)>বাংলা ফির।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: ফির্ (প্রত্যবৃত্ত হওয়া)+ অই (ঘটমান বর্তমান কালের জন্য ব্যবহৃত ক্রিয়াবিভক্তি)
অর্থ: কোনো স্থানে ফিরে ফিরে আসার কার্যক্রম, যা চলমান দশায় আছে।
সমার্থক শব্দাবলি: আনাগোনা করছে
, ঘোরাফেরা করছে, ঘুরে ঘুরে আসছে।
উদাহরণ: