ফুল
বানান বিশ্লেষণ: ফ্+উ+ল্+অ
উচ্চারণ:
[pʰu.lə]
[ফু.ল]
[ə=
তীর্যক অ। হ ধ্বনির পরে
অ ধ্বনি দীর্ঘ হবে]
শব্দ-উৎস: সংস্কৃত
ফুল্ল>প্রাকৃত
ফুল>বাংলা ফুল
পদ: বিশেষ্য
অর্থ: সাধারণ অর্থে সপুষ্পক উদ্ভিদের প্রজনন অঙ্গ বিশেষ। রূপকার্থের যে কোনো
বিষয় সুপ্ত দশা থেকে প্রস্ফুটিত দশায় পৌঁছালে তাকে ফুলের সাথে তুলনা করা হয়। যেমন
হৃদয়পুষ্প।
সমার্থক শব্দাবলি:
পুষ্প, ফুল, ফুল্ল।
উদাহরণ:
মরমে বহই বসন্তসমীরণ, মরমে ফুটই ফুল [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতরবিতান) ১।৫]