ফুল্লবাসনা-বাসে
বানান বিশ্লেষণ:
ফ্+উ+ল্+ল্+অ-ব্+আ+স্+অ+ন্+আ
উচ্চারণ: [pʰul.lə-ba.sə.na]
[ফুল্.লো.বা.স.না]।
[ə=
তীর্যক অ]
শব্দ-উৎস: সংস্কৃত
ফুল্ল>বাংলা ফুল্ল+সংস্কৃত
বাসনা>বাংলা বাসনা
রূপতাত্ত্বিক
বিশ্লেষণ:
ফুল্ল
{√ফুল্ল্
(বিকাশ) +অ
(অচ্), কর্তৃবাচ্য}
+বাসনা {√বাস্
(সুরভীকরণ) +অন (যুচ্), ভাববাচ্য
+
আ (টাপ্)}
ফুলের বাসনা (সৌরভ) দ্বারা সুবাসিত অর্থ ফুল্লবাসনা-বাস। এর সাথে এ প্রত্যয় যুক্ত হয়ে করণবাচ্যের সৃষ্টি হয়েছে।
পদ:
বিশেষণ।
অর্থ: পুষ্পসৌরভ দ্বারা সুরভিত।
উদাহরণ:
মোদিত বিহ্বল চিত্তকুঞ্জতল ফুল্লবাসনা-বাসে [ভানুসিংহ ঠাকুরের পদাবলী ১।২০-২১]