ফুটল
বানান বিশ্লেষণ: ফ্+উ+ট্+অ+
ল্+অ
উচ্চারণ: [u.ʈə.lə [ফু.ট.ল]  [ə= তীর্যক অ। ট ধ্বনির পরে অ ধ্বনি দীর্ঘ হবে]
শব্দ-উৎস:  সংস্কৃত
ক্রিয়ামূল স্ফুট্>প্রাকৃত ফুট্>বাংলা ফুট্>ফুটল
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: Öুট্ (প্রস্ফুটিত হওয়া) +অল।
পদ: ক্রিয়া (সাধারণ অতীত)।
অর্থ: প্রস্ফুটিত হলো, ফুটল
উদাহরণ:
ফুটল সজনি, পুঞ্জে পুঞ্জে   বকুল যূথি জাতি রে [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ৮।৮]