গাহিয়া
বানান বিশ্লেষণ:
গ্+আ+হ্+ই+য়্+আ
উচ্চারণ: [ga.hi.a]
[গা.হি.আ]
শব্দ-উৎস:
সংস্কৃত
Öগৈ>প্রাকৃত Öগা>বাংলা
Öগা>গাহ্
(হ-এর আগম)>গাহিয়া
রূপতাত্ত্বিক
বিশ্লেষণ: Öগাহ্
(গান গাওয়া) +ইয়া (অসমাপিকা ক্রিয়া)
পদ: ক্রিয়া (অসমাপিকা সাধারণ বর্তমান)
অর্থ: গান গেয়ে।
উদাহরণ:
মৃদুলগমন শ্যাম আওয়ে মৃদুল গান গাহিয়া
।
(গীতবিতান) ৫।২]