গাহিছে
বানান বিশ্লেষণ: গ্+আ+হ্+ই+ছ্+এ
উচ্চারণ: [ga.ɦi.e] [গা.হি.ছে]। 
শব্দ-উৎস:
সংস্কৃত Öগৈ (গান গাওয়া)>প্রাকৃত Öগা>বাংলা Öগা>Öগাহ্ (হ-এর আগম)>গাহিছে
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: Öগাহ্ (গান গাওয়া)+ইতেছে=গাহিতেছে>গাহিছে।
পদ: ক্রিয়াপদ (ঘটমান বর্তমান কাল)
অর্থ: গান গাইছে, গান পরিবেশন করছে।
উদাহরণ:  
কুঞ্জভবনে পাপিয়া কাহে গীত গাহিছে ।  [ভানুসিংহ ঠাকুরের পদাবলী ২।১২]