গাওত
বানান বিশ্লেষণ:
গ্+আ+ও+ত্+অ
উচ্চারণ: [ga.o.ə] [গা.ও.ত]  [ə= তীর্যক অ। গা-এর আ দীর্ঘ হবে]
শব্দ-উৎস: সংস্কৃত ক্রিয়ামূল গৈ>প্রাকৃত গা বাংলা গা>গাওত
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: গা (গান করা, কণ্ঠসঙ্গীত পরিবেশন করা) + ওত
অর্থ:  গান পরিবেশন করে। (সাধারণ বর্তমান)
উদাহরণ:  নীল আকাশে তারক ভাসে, যমুনা গাওত গান [ভানুসিংহ ঠাকুরের পদাবলী ৯।৩]