গাঁথ
বানান বিশ্লেষণ:
গ্+আ+ঁ+থ্+অ
উচ্চারণ:
[gã.t̪ʰə]
[গাঁ.থ]
[ə=
তীর্যক অ]
শব্দ-উৎস:
সংস্কৃত
ক্রিয়ামূল
√গ্রন্থ>প্রাকৃত
√গংথ> বাংলা
√গাঁথ্>গাঁথ
রূপতাত্ত্বিক
বিশ্লেষণ: √গাঁথ
(গ্রথিত করা)+ অ।
পদ: ক্রিয়া (বর্তমান
অনুজ্ঞা)
অর্থ:
গ্রথিত কর।
উদাহরণ:
গাঁথ যূথি, গাঁথ জাতি, গাঁথ বকুল - মালিকা । [ভানুসিংহ ঠাকুরের পদাবলী ৫।১০]
গাঁথে
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: √গাঁথ (গ্রথিত করা)+ এ।