গায়
বানান বিশ্লেষণ: গ্+আ+য়্+অ
উচ্চারণ: [gaê.ə] [গায়্.অ]।   [ə= তীর্যক অ। গা-এর সাথে যুক্ত আ-এর উচ্চারণ দীর্ঘ হবে]
শব্দ-উৎস: সংস্কৃত Öগৈ>প্রাকৃত Öগা>বাংলা Öগা>গায়
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: Öগা (গীত পরিবেশন)+য়
পদ: ক্রিয়ামূল।  সাধারণ বর্তমানকালের নাম পুরুষের সাথে ব্যবহৃত সকর্মক ক্রিয়াপদ।
অর্থ: গান পরিবেশন করে।
উদাহরণ: