ঘনঘটা
বানান বিশ্লেষণ:
ঘ্+অ+ন্+অ+ঘ্+অ+ট্+আ
উচ্চারণ: [gʰə.nə.gʰə.ʈa]
[ঘ.ন.ঘ.টা]।
[ə=
তীর্যক অ]
শব্দ-উৎস:
সংস্কৃত
ঘন>বাংলা
ঘন+বাংলা ঘটা
রূপতাত্ত্বিক
বিশ্লেষণ: মেঘের ঘটা/ষষ্ঠী তৎপুরুষ সমাস
পদ:
বিশেষ্য।
অর্থ: নিবিড় মেঘে আচ্ছন্ন অবস্থা, মেঘাড়ম্বর।
উদাহরণ:
শাঙনগগনে ঘোর
ঘনঘটা, নিশীথযামিনী রে। [গীতবিতান। প্রকৃতি ৩১। বর্ষা ৬।১]