ঘোর
বানান বিশ্লেষণ: ঘ্+ও+র্+

উচ্চারণ: [gʰo.rə] [ো.র]।   [ə= তীর্যক অ]
শব্দ-উৎস: সংস্কৃত ঘোর>বাংলা ঘোর
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: ঘুর (ভীষণীভাব) +অ (অচ্), কর্তৃবাচ্য
পদ: বিশেষণ।
অর্থ: যা ভীষণ বা নিবিড়ভাবে বিদ্যামান।
সমার্থক শব্দাবলি: ভীষণ, নিবিড়, গাড়
উদাহরণ: শাঙনগগনে ঘোর ঘনঘটা, নিশীথযামিনী রে। [গীতবিতান। প্রকৃতি ৩১। বর্ষা ৬।১]