গগন
বানান বিশ্লেষণ: গ্+অ+গ্+ই+ন্+অ
উচ্চারণ: [..] [গ.গ.ন]  [ə= তীর্যক অ]
শব্দ-উৎস: সংস্কৃত
গগন>বাংলা গগন
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: গম (গমন) + অন (যুচ্), কর্তৃবাচ্য।
পদ: বিশেষ্য।
অর্থ: আকাশ।
        গগনে=গগন +এ
       
অর্থ: আকাশে [অধিকরণার্থে]
                    গগনে গগনে [ব্যাপ্ত্যার্থে]
       
উদাহরণ: গগনে গগনে ধ্বনিছে বাঁশরি সো কি হমারই নাম   [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ৭।৮]