গহনতিমির
বানান বিশ্লেষণ:
গ্+অ+হ্+অ+ন্+অ+ত্+ই+ম্+ই+র্+অ
উচ্চারণ: [gə.ɦə.nə-t̪i.mi.rə]
[ক.হ.ন-তি.মি.র]।
[ə=
তীর্যক অ]
শব্দ-উৎস: সংস্কৃত গহন>বাংলা গহন
+সংস্কৃত তিমির>বাংলা
তিমির
রূপতাত্ত্বিক
বিশ্লেষণ:
গহন {√গহ্
(গহন,
দুর্বোধ)
+অন্ (অনট, ল্যুট),
কর্মবাচ্য}
+
তিমির {√তিম্
(সিক্ত হওয়া) +ইর্ (কিরচ্), করণবাচ্য}
গহন যে তিমির/কর্মধারয় সমাস
পদ:
বিশেষ্য/বিশেষণ।
অর্থ:
গভীর অন্ধকার। এই শব্দটি পরবর্তী 'নিশি'কে বিশেষিত করে। এই বিচারে 'গহনতিমির'
শব্দটির সমার্থক ভাব দাঁড়ায়- গভীর-অন্ধকারময়।
উদাহরণ: গহনতিমির নিশি ঝিল্লিমুখর দিশি শূন্য
কদমতরুমূলে
[ভানুসিংহ
ঠাকুরের পদাবলী (গীতবিতান) ৪।৫]