গহনতিমির
বানান বিশ্লেষণ: গ্+অ+হ্+অ+ন্+অ+ত্+ই+ম্+ই+র্+অ
উচ্চারণ: [.ɦə.-i.mi.] [ক.হ.ন-তি.মি.র]।   [ə= তীর্যক অ]
শব্দ-উৎস: সংস্কৃত গহন>বাংলা গহন +সংস্কৃত তিমির>বাংলা তিমির
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: 

পদ: বিশেষ্য/বিশেষণ।
অর্থ: গভীর অন্ধকার। এই শব্দটি পরবর্তী 'নিশি'কে বিশেষিত করে। এই বিচারে 'গহনতিমির' শব্দটির সমার্থক ভাব দাঁড়ায়- গভীর-অন্ধকারময়।
উদাহরণ: গহনতিমির নিশি ঝিল্লিমুখর দিশি শূন্য কদমতরুমূলে  [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ৪।৫]