গয়ি
বানান বিশ্লেষণ: গ্+অ+য়্+ই
উচ্চারণ: [.
i] [গয়্.ই]  [ə= তীর্যক অ]
শব্দ-উৎস: সংস্কৃত গল>প্রাকৃত গল>বাংলা গল +ই গলি>গয়ি
পদ: ক্রিয়া (সাধারণ অতীত)
অর্থ: গেল।
উদাহরণ: বিগলিত মরম, চরণ খলিতগতি,  শরম ভরম গয়ি দূর  [ভানুসিংহ ঠাকুরের পদাবলী ৭।৫]