গন্ধসলিল
বানান বিশ্লেষণ:
গ্+অ+ন্+ধ্+অ-স্+অ+ল্+ই+ল্+অ
উচ্চারণ:
[gən.d̪ʰə.sə.li.lə]
[গন্.ধ.স.লি.ল]
[ə=
তীর্যক অ]
শব্দ-উৎস: সংস্কৃত
গন্ধ>বাংলা গন্ধ
+সংস্কৃত সলিল>বাংলা
সলিল
রূপতাত্ত্বিক
বিশ্লেষণ:
গন্ধ {√গন্ধ্
(ঘ্রাণ
গ্রহণ) +অ
(অচ),
কর্তৃবাচ্য}
+সলিল {√সল্
(গতি) +ইল (ইলচ্), কর্তৃবাচ্য}
গন্ধযুক্ত যে সলিল/মধ্যপদলোপী কর্মধারয় সমাস।
পদ:
বিশেষ্য।
অর্থ:
সুগন্ধিত জল, সুরভিত পানি।
উদাহরণ: