গোপিনিপ্রাণ
বানান বিশ্লেষণ:
গ্+ও+প্+ই+ন্+ই+প্+র্+আ+ণ্+অ
উচ্চারণ: [go.pi.ni.pra.nə]
[গো.পি.নি.প্রা.ন]।
[ə=
তীর্যক অ]
শব্দ-উৎস:
সংস্কৃত গোপিনী>বাংলা গোপিনী>গোপিনি +সংস্কৃত
প্রাণ>বাংলা প্রাণ।
রূপতাত্ত্বিক
বিশ্লেষণ:
গোপিনী {গোপ (জাতি)+ইন্ (ইনি) +ঈ (ঙীপ)}
+প্রাণ
{প্র+ √অন
(বাঁচা)+অ (ঘঞ্), ভাববাচ্য}
গোপিনীর প্রাণ/ষষ্ঠী তৎপুরুষ সমাস =গোপিনিপ্রাণ (সমাসবদ্ধ হওয়ায় 'গোপিনী' শব্দটি 'গোপিনি' হয়েছে)
পদ:
বিশেষ্য।
অর্থ: গোপিনীর হৃদয়, গোপিনীর প্রাণ, গোপিনীর মন।
উদাহরণ:
ভনে ভানু— অব শুন গো কানু পিয়াসিত গোপিনি প্রাণ [ভানুসিংহ ঠাকুরের পদাবলী(গীতবিতান) ৯।১১]