গোপনয়নজল
বানান বিশ্লেষণ:
গ্+ও+প্+অ+ন্+অ+য়্+অ+ন্+অ+জ্+অ+ল্+অ
উচ্চারণ: [go.pə.nəĕ.ə.nə.ɟə.lə]
[গো.প.নয়্.অ.ন.জ.ল]।
[ə=
তীর্যক অ]
শব্দ-উৎস:
সংস্কৃত গোপ>বাংলা গোপ +সংস্কৃত নয়ন>বাংলা নয়ন +সংস্কৃত জল>বাংলা জল।
রূপতাত্ত্বিক
বিশ্লেষণ:
গোপ {গো-√পা
(রক্ষা করা) +অ (ক), কর্তৃবাচ্য}
+নয়ন
{√নী
(আনয়ন করা) +অন্
(অনট, ল্যুট), করণবাচ্য}
+জল {√জল্
(জীবন) +অ
(অচ্),
করণবাচ্য
}
গোপের নয়নজল/ষষ্ঠী তৎপুরুষ সমাস।
পদ:
বিশেষ্য।
অর্থ:
গোপের চোখের জল।
উদাহরণ:
ইথি ছিল আকুল গোপনয়নজল, কথি ছিল ও তব হাসি!
[ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ৬।৭]