গৃহ
বানান বিশ্লেষণ:
গ্+ঋ+হ্+অ
উচ্চারণ: [gri.ɦə]
[গৃ.হ]।
[ə=
তীর্যক অ]
শব্দ-উৎস:
সংস্কৃত
গৃহ>বাংলা
গৃহ
রূপতাত্ত্বিক
বিশ্লেষণ:
√গ্রহ্
(আশ্রয় দেওয়া) +অ (ক), কর্তৃবাচ্য
পদ:
বিশেষ্য।
অর্থ: আক্ষরিক অর্থে যেখানে আশ্রয় পাওয়া যায়। বিশেষার্থে বাস করার উপযোগী
স্থাপনা।
সমার্থক শব্দাবলি:
বাড়ি, ঘর
উদাহরণ:
চল সখি গৃহ চল, মুঞ্চ নয়নজল
চল সখি চল গৃহকাজে
[ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান)। ৩।৫]