গৃহকাজ
বানান বিশ্লেষণ:
গ্+ঋ+হ্+অ+ক্+আ+জ্+অ
উচ্চারণ: [gri.ɦə.ka.ɟə]
[গৃ.হ.কা.জ]।
[ə=
তীর্যক অ]
শব্দ-উৎস: সংস্কৃত
গৃহ>বাংলা
গৃহ +সংস্কৃত
কার্য্য>প্রাকৃত কজ্জ>বাংলা কাজ
রূপতাত্ত্বিক
বিশ্লেষণ:
গৃহের কাজ/ষষ্ঠী তৎপুরুষ সমাস।
পদ:
বিশেষ্য
অর্থ:
ঘরের কাজ
গৃহকাজে (গৃহকাজ +এ)।
অর্থ:
ঘরের কাজে:
উদাহরণ:
চল সখি গৃহ চল, মুঞ্চ নয়নজল
চল সখি চল গৃহকাজে
[ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান)। ৩।৫]
গৃহকাজকে :
উদাহরণ:
মুগুধ মৃগীসম চমকি উঠই কভু পরিহরি
সব গৃহকাজে
[ভানুসিংহ
ঠাকুরের পদাবলী ৪।৭]