গুন গুন
বানান বিশ্লেষণ: গ্+উ+ন্+অ+গ্+উ+ন্+অ
উচ্চারণ:
[gun.gun]
[গুন্.গুন্]
শব্দ-উৎস:
বাংলা ও হিন্দি
গুনগুন। মারাঠি, গুজরাটি, অহমিয়া ভাষায় এই বানানটি গুণগুণ।
পদ:
অব্যয় (ধন্যাত্মক)
অর্থ:
মৌমাছি জাতীয় পতঙ্গ সৃষ্ট শব্দ। এই জাতীয় পতঙ্গের দ্রুত পাখা সঞ্চালনের
জন্য যে ধ্বনির সৃষ্টি হয়, তার নাম গুনগুন। ব্যাকরণ ও অভিধানগুলোতে লিখা হয়
'গুনগুন'। কিন্তু ভানুসিংহ ঠাকুরের পদাবলীতে লিখা হয়েছে 'গুন গুন'।
রবীন্দ্রনাথ এই শব্দটিকে
অসমাপিকা ক্রিয়া হিসাবেও ব্যবহার করেছেন অন্যত্র। যেমন―
ঘরেতে ভ্রমর এল
গুনগুনিয়ে [তাসের দেশ]
উদাহরণ: মধুকর গুন গুন, অমূয়ামঞ্জরী কানন ছাওল রে। [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ১।২]