গুঞ্জ
বানান বিশ্লেষণ:
গ্+উ+ঞ্+জ্+অ
উচ্চারণ: [gun.ɟə]
[গুন্.জ]
[ə=
তীর্যক অ। অ-এর উচ্চারণ দীর্ঘ হবে]
শব্দ-উৎস:
সংস্কৃত
Öগুঞ্জ্>প্রাকৃত
Öগুংজ>বাংলা
Öগুঞ্জ্>গুঞ্জ
রূপতাত্ত্বিক
বিশ্লেষণ: Öগুঞ্জ্
(ভ্রমর বা মৌমাছির গুনগুন শব্দ) +এ
পদ: ক্রিয়া (সাধারণ বর্তমান)
অর্থ:
গুন্ গুন্ করে।
উদাহরণ:
মন্দ মন্দ ভৃঙ্গ গুঞ্জে, অযুত কুসুম কুঞ্জে কুঞ্জে,
[ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ৮।৭]