হার
বানান বিশ্লেষণ: হ্+আ+র্+অ
উচ্চারণ: [ɦa.rə] [া.]।   [ə= তীর্যক অ]
শব্দ-উৎস:
সংস্কৃত হার>মৈথিলি হার>বাংলা হার
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: হৃ (হরণ) +অ, করণবাচ্য।
পদ: বিশেষ্য।
অর্থ: কণ্ঠে পরিধানের উপযোগী অলঙ্কার