হাসি
বানান বিশ্লেষণ:
হ্+আ+স্+ই
উচ্চারণ: [ɦa.si]
[হা.সি]।
[ə=
তীর্যক অ]
শব্দ-উৎস:
সংস্কৃত হাস্য>প্রাকৃত হস্স>বাংলা হাস, হাসি।
পদ:
বিশেষ্য।
অর্থ:
হাস্য।
উদাহরণ:
পীতবাস তুঁহু কথি রে ছোড়লি, কথি সো বঙ্কিম হাসি [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ৪।১২]
ইথি ছিল আকুল গোপনয়নজল, কথি ছিল ও তব হাসি! [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ৬।৭]
লেশ হাসি তুঝ দূর করল রে, বিপুল খেদ-অভিমান। [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ৬।১০]