হেরিয়া
বানান বিশ্লেষণ: হ্+এ+র্+ই+য়্+আ
উচ্চারণ:
[ɦe.ri.a]
[হে.রি.আ]
শব্দ-উৎস: সংস্কৃত মৈথিলি Öহের্
(দেখা)>বাংলা
Öহের্
>হেরিয়া
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
Öহের্
(দেখা) +ইয়া।
পদ:
অসমাপিকা ক্রিয়া
অর্থ: অবলোকন করে, দেখিয়া, দেখে।
উদাহরণ:
কুঞ্জ-পানে হেরিয়া অশ্রুবারি ডারিয়া [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ২।১১]