হেরব
বানান বিশ্লেষণ: হ্+এ+র্+অ+ব্+অ
উচ্চারণ: [ɦe.rə.bə] [হে.র.বে]  [ə= তীর্যক অ]
শব্দ-উৎস: সংস্কৃত মৈথিলি Öহের্
(দেখা)>বাংলা Öহের্ >হরব
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: Öহের্ (দেখা)+অব
পদ: ক্রিয়া (সাধারণ ভবিষ্যৎ)
অর্থ:
দেখব, দর্শন করব, নিরীক্ষণ করব
উদাহরণ: আও আও সজনিবৃন্দ,   হেরব সখি শ্রীগোবিন্দ [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ৮।১১]