হি
বানান বিশ্লেষণ:
হ্+ই
উচ্চারণ:
[ɦi]
[হি]
রূপতাত্ত্বিক
বিশ্লেষণ:
কারকবিভক্তি, হেতু অর্থে― 'হি' বৈষ্ণব সাহিত্যে শব্দের সাথে
বসে।
ভানুসিংহ ঠাকুরের পদাবলীতে 'হি' পৃথকভাবে একটি ক্ষেত্রে পাওয়া যায়। অব্যয় হিসাবে
ব্যবহৃত এই
শব্দটি দিয়ে বিশেষ ঝোঁক তৈরি করা হয়েছে মাত্র।
উদাহরণ: বিরহ সাথি করি দুঃখিনী রাধা রজনী করত হি ভোর ।
[ভানুসিংহ
ঠাকুরের পদাবলী (গীতবিতান) ৪।২]