হিয়া-'পর
বানান বিশ্লেষণ: হ্+ই+য়্+আ-প্+অ+র্+অ
উচ্চারণ: [ɦi.a..] [হি.আ.প.র.]  [ə= তীর্যক অ]
শব্দ-উৎস:
সংস্কৃত হৃদয়>প্রাকৃত হিঅ-অ>বাংলা হিয় (বৈষ্ণব সাহিত্য)>হিআ>হিয়া +সংস্কৃত উপরি>প্রাকৃত উরি>বাংলা উপর>'পর
পদ: বিশেষ্য (অব্যয় সাধিত, অধিকরণে)
অর্থ: হৃদয়ের ভিতরে, হৃদয়ে, মনে।

উদাহরণ: বঁধুয়া, হিয়া-'পর আও রে!  [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ৬।১]