হিয়
বানান বিশ্লেষণ: হ্+ই+য়্+
উচ্চারণ: [ɦi.ə] [হি.অ]  [ə= তীর্যক অ]
শব্দ-উৎস:
সংস্কৃত হৃদয়>প্রাকৃত হিঅ-অ>বাংলা হিয় (বৈষ্ণব সাহিত্য)
পদ: বিশেষ্য।
অর্থ: হৃদয়, মন।

     হিয়ে (হিয় +এ)
     অর্থ: হৃদয়ে, মনে

     হিয়ে হিয়ে (দ্বিরুক্ত)
     অর্থ: হৃদয়ে হৃদয়ে, মনে মনে।
    উদাহরণ:
হিয়ে হিয়ে অব রাখত মাধব, সো দিন আসব সখি রে [ভানুসিংহ ঠাকুরের পদাবলী ৩।১৩]